গুলশান-বনানী-বারিধারার রাস্তায় ঢুকতে লাগবে ট্যাক্স

Passenger Voice    |    ০৩:০৩ পিএম, ২০২১-১০-০১


গুলশান-বনানী-বারিধারার রাস্তায় ঢুকতে লাগবে ট্যাক্স

রাজধানীর অভিজাত এলাকার রাস্তায় প্রাইভেটকারের থেকে মাশুল আদায়ের বিষয়ে সমীক্ষা শুরু করেছে উত্তর সিটি করপোরেশন। গাড়িগুলো কখন, কোন রাস্তায়, কী কী কারণে নামছে তা বিশ্লেষণ করা হচ্ছে।

উত্তর সিটির প্রধান নির্বাহী ইঙ্গিত দিয়েছেন, গুলশান-বনানী আর বারিধারায় যাদের একাধিক গাড়ি রয়েছে, তাদের ব্যাপারেও খোঁজ নেয়া হচ্ছে। পিক-অফ পিক হিসেবে নির্ধারণ করা হবে মাশুল।

মেয়র জানিয়েছেন, যাটজট নিরসনে সর্বোচ্চটা করবেন তিনি। তড়িঘড়ি নয়, পরামর্শ নিবেন বিশেষজ্ঞদের। প্রাইভেটকারের সমীক্ষা শেষে সবপক্ষের পরামর্শেই ঠিক করবেন ট্যাক্সের পরিমাণ।

আরো পড়ুন: সুদমুক্ত ঋণে গাড়ি, জনগণের ট্যাক্সের টাকায় রক্ষণাবেক্ষণ খরচ: তবুও ব্যবহার করছেন পুলের গাড়ি

প্রতি বছর ঢাকার রাস্তায় নামছে গড়ে ৯০ হাজার গাড়ি। যার ৮০ ভাগ প্রাইভেট কার। লকডাউনের ১ বছরে শুধু ঢাকা মেট্রোর নম্বরে যোগ হয়েছে আরও ১১ হাজার ১১৫ প্রাইভেটকার। রাস্তার ৭৬ ভাগ আঁকড়ে আছেন মাত্র ৫ ভাগ যাত্রী। গুলশান বনানীর রাস্তায় তাই ট্যাক্স দিয়ে ঢুকতে হবে তাদের।

এদিকে, এখনও ঠিকঠাক কাজ করছে না ট্রাফিক সিগন্যাল। হাতের ইশারাতেই ভরসা এখনও। এ অবস্থায় ট্যাক্স বসাতে গেলে লাগবে স্বয়ংক্রিয় যান্ত্রিক ব্যবস্থা। না হলে আরও বাড়বে এসব এলাকার যানজট।